প্রায় দু’বছর ধরে ভাঙা ঘরে বসবাস করছিলেন কাঁকসা ব্লকের ত্রিলোকচন্দ্রপুর গ্রামের স্বপন বাগদি ও তাঁর পরিবার। গত দু’বছর ধরে ভাঙা বাড়িতে জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করছিলেন তাঁরা। পরিবারের অভিযোগ, প্রশাসনকে বহুবার সরকারি প্রকল্পে নতুন বাড়ি তৈরি করার জন্য আবেদন করেছিলেন, কিন্তু প্রশাসনের কাছে কোনরকম সাহায্য না পেয়ে বাধ্য হয়েই ভাঙা বাড়িতে বসবাস করতে হচ্ছিল তাঁদের। বৃহস্পতিবার ভোর রাতে মাটির বাড়ির একটি দেওয়াল হঠাৎই ভেঙে পড়ে। কোনমতে বাড়ি ছেড়ে বেরিয়ে এসে গ্রামেরই এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন তাঁরা।
স্বপন বাগদির স্ত্রী বুলবুলি বাগদি জানিয়েছেন, তাঁরা প্রশাসনের দরজায় বহুবার গেছেন। বাড়ি তৈরি করার জন্য আবেদন পত্র নিয়ে। কিন্তু সব জায়গা থেকেই তাঁদের আশ্বাস দেওয়া হলেও দু’বছরেও মেলে নি বাড়ি। ফলে ঝুঁকি নিয়েই ভাঙা বাড়িতে বসবাস করতে হচ্ছিল তাঁদের। কিন্তু বৃহস্পতিবার ভোর রাতে মাটির বাড়ির দেওয়াল পড়ে যাওয়ার ফলে বাধ্য হয়ে পরিবারের সকলকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়। গোটা ঘটনা কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সীকে জানানো হলে, তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।