জাতীয় সড়কে বেসরকারি পরিবহণ সংস্থার ভলভো বাস উল্টে আহত ৩৫। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের মঙ্গলপুরে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয় মানুষজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আসানসোল-কলকাতা রুটের একটি বেসরকারি পরিবহণ সংস্থার ভলভো বাস ২ নম্বর জাতীয় সড়কে রানিগঞ্জের মঙ্গলপুরে ওভার ব্রিজের উপর উল্টে যায়। বৃষ্টির মধ্যে বাসটি এক বাইক আরোহীকে বাঁচাতে সজোরে ব্রেক কষলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ডিভাইডারে ধাক্কা মেরে বাসটি ১৮০ ডিগ্রী ঘুরে গিয়ে ডিভাইডারের উপর উল্টে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রানিগঞ্জ থানার পুলিশ। ছুটে এসে উদ্ধারে হাত লাগান স্থানীয় মানুষজনও। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

জানা গেছে, বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিল। সকলেই কমবেশী আহত হন। আহতদের মধ্যে ১২ জনকে রানিগঞ্জের হাসপাতালে ভর্তি করা হয়। তিন জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিস দুর্ঘটনাগ্রস্থ বাসটির যাত্রীদের সমস্ত ব্যাগপত্র দ্রুত নিজেদের হেফাজতে নেয়। পরে উপযুক্ত প্রমাণ নিয়ে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া যাত্রীদের ব্যাগ ফিরিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে জাতীয় সড়কের একটি লেনে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ বাসটিকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।




Like Us On Facebook