মঙ্গলবার রানিগঞ্জে এক অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জ থানার বল্লভপুরে। এদিন বাবুল এক কৃষক সচেতনতা শিবিরে যাচ্ছিলেন তখনই জলের দাবিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। গ্রামবাসীদের দাবি এলাকায় পানীয় জলের ব্যপক সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে হবে। এরপর বাবুল স্থানীয় বল্লভপুর গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে ওই এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর জন্য পাইপ লাইন বসাতে ১২ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপর গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেন। সাংসদের প্রতিশ্রুতি পেয়ে গ্রামবাসীরা পানীয় জলের সমস্যার সমাধানের আশায় বুক বাঁধছেন।
Like Us On Facebook