দেখলেই মনে হতে পারে চাষিরা হয়তো জমিতে ধান রোয়ার কাজ করছেন, কিন্তু না চাষিরা মাঠের কোন জমিতে ধান রোপণ করছেন না, ধান রোপণ করছেন গ্রামের প্রধান রাস্তায়। এই রাস্তাটি হল পূর্ব বর্ধমান জেলার ভাতাড় ব্লকের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালিপাহাড়ি গ্রামের প্রধান রাস্তা। দীর্ঘ ১০ বছর ধরে গ্রামের রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সব মিলিয়ে প্রায় গ্রামের দুই কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে।

গ্রামবাসীদের দাবি বারবার প্রশাসনকে জানানো হলেও রাস্তার কোনো সুরাহা হয়নি। তাই আজ প্রতিবাদ জানাতে তাঁরা ধান রোপণ করলেন গ্রামের রাস্তায়। এই ধান রোপণ করার জন্য এগিয়ে এসেছিলেন গ্রামের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকল বাসিন্দারা। শতাধিক মানুষ আজ গ্রামের রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদে সামিল হন। বিগত ১০ বছর ধরে গ্রামের রাস্তা বেহাল অবস্থায় রয়েছে রোগী থেকে আরম্ভ করে ছাত্র-ছাত্রী সহ গ্রামের সাধারণ মানুষের চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন বলে অভিযোগ গ্রামবাসীদের।

যদিও নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলির দাবি, বেশ কিছু সমস্যার জন্য ওই গ্রামের রাস্তা আমরা ঢালাই করতে পারছি না। ইতিমধ্যে ওই রাস্তা ঢালাইয়ের জন্য টেন্ডার হয়ে গেছে। বেশ কিছু অসুবিধার জন্য কাজ শুরু করা যায় নি। বর্ষায় মানুষের যাতে সমস্যা না হয়, তাই আমরা তড়িঘড়ি ওই রাস্তাটিতে মোরাম ও বোল্ডার দেওয়ার ব্যবস্থা করছি। শীঘ্রই ওই রাস্তাটি আমরা ঢালাই করে দেব।

Like Us On Facebook