গ্রামের এক গন্ডগোলকে কেন্দ্র করে পুলিশি অভিযানের পর বেশ কিছু দিন ধরেই গ্রামের বেশিরভাগ মানুষ গ্রামছাড়া বলে অভিযোগ। এতে একদিকে যেমন গাজনের ব্রতীদের অভাব হয়ে পড়েছে। তেমনই ফের অশান্তি এড়াতে গ্রামের দীর্ঘদিনের গাজনমেলায় রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি মিলছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। প্রতিবাদে গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের ডাক দিল। গ্রামের দেওয়ালে দেওয়ালে তাই ভোট বয়কটের পোস্টার পড়েছে। দুর্গাপুরের কাঁকসা ব্লকের মলানদিঘির রক্ষিত পুরের ঘটনা।

রক্ষিত পুরে প্রায় কয়েকশ মানুষের বাস। প্রতি বছর গ্রামের প্রাচীন গাজন মেলায় গ্রামের মানুষরা সকলেই মেতে ওঠেন। মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কিন্তু কয়েকদিন আগে গ্রামের এক গন্ডগোলকে কেন্দ্র করে অভিযুক্তদের খোঁজে পুলিশি অভিযানের পর যেমন গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে তেমনই কাঁকসা থানার পুলিশ রক্ষিত পুরের গাজন মেলায় রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা রুখতে রাতের অনুষ্ঠানে বাদ সেধেছে বলে গ্রামের মানুষ জানান। এর প্রতিবাদে রক্ষিত পুরের মানুষ তাই ভোট বয়কটের ডাক দিয়েছে বলে জানা গেছে। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, বিষয়টি শুনেছি। কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাসকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছি।

Like Us On Facebook