গলসি-আদড়াহাটী রুটের বাঁকা নদীর উপর জরাজীর্ণ একটি সেতুর একাংশ ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন গলসির আদড়াহাটীর বিস্তৃর্ণ এলাকার সঙ্গে। শনিবার সকালে গলসি-আদড়াহাটী রুটের বাঁকা নদীর উপর জীর্ণ ব্রিজটির একাংশ ভেঙে পড়লে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়েন মুমূর্ষু রোগী থেকে নিত্যযাত্রীরা।

আদড়াহাটী থেকে জেলার বিভিন্ন রুটে ২০ টিরও বেশী বাস চলাচল করে। সেতুর একাংশ ভেঙে যাওযায় বন্ধ বাস পরিষেবা সহ অনান্য যানবাহন চলাচলও। জেলার মূল অংশ থেকে আদড়াহাটী সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত সেতু মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন বাসিন্দারা।

Like Us On Facebook