জাতীয় সড়কে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা নবদম্পতির গাড়ি। ঘটনায় জখম নবদম্পতি সহ ৬ জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের উপর গলসির বেলগ্রামে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করে। তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বর সহ তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তর করা হয়।
স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হাওড়ার শিবপুরের বাসিন্দা বিকাশ সিংয়ের সঙ্গে বিয়ে হয় আসানসোলের সুষমা সিংয়ের। শনিবার সকালে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ঘটে দুর্ঘটনা। গলসির বেলগ্রামে জাতীয় সড়কের কলকাতামুখী লেনে হঠাৎ উল্টোদিক থেকে একটি ট্রাক্টর চলে আসায় বরের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ট্রাক্টরের। বরের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কনে সহ তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বর ও এক শিশু সহ তিন জনকে কলকাতায় রেফার করা হয়। পুলিশ ট্রাক্টর ও গাড়িটিকে আটক করেছে।