পড়ুয়াদের বিজ্ঞান মনস্ক করে তুলতে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে বিজ্ঞান বিষয়ক সেমিনারের আয়োজন করা হল বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। নিজের যুক্তি, বুদ্ধি দিয়ে সমস্ত কিছুকে বিচার করেই কোন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর সেটাই বিজ্ঞান। শনিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান বিষয়ে সেমিনারে এই আবেদন জানালেন পুর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।

জেলাশাসক এদিন বলেন, এক সময় এই বাংলা থেকেই কত বিজ্ঞানী পৃথিবীর বুকে নিজেদের কৃতিত্ব তুলে ধরেছেন। কিন্তু গত ২০ বছরে সেভাবে কোন বিজ্ঞানীকে উঠে আসতে দেখা যায়নি। এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলা সর্বশিক্ষা প্রকল্পের আধিকারিক মৌলি সান্যাল, দিল্লি থেকে আসা ক্যাড সংস্থার প্রতিনিধিরাও। এদিন বর্ধমান জেলার বেশ কয়েকটি স্কুলের অষ্টম, নবম এবং একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে তথ্য চিত্রও দেখানো হয়।

Like Us On Facebook