মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছেলের, গুরুতরভাবে জখম হলেন বাবা। মৃতের নাম শিবম সোরেন( ৪)। বাড়ি মেমারির মাতিশ্বর ময়নাগড় গ্রামে।গুরুতর জখম অবস্থায় মৃতের বাবা সুরেশ সোরেনকে ভর্তি করা হয় বর্ধমান হাসপাতালে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,অন্তঃসত্ত্বা স্ত্রীকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পৌঁছে দেওয়ার পর ছেলেকে নিয়ে স্কুটারে করে ঘুরতে বের হন সুরেশ সোরেন। মেমারি-সাতগাছিয়া রোড ধরে সাতগাছিয়ার দিক থেকে মেমারির দিকে আসার পথে মায়েরকোল এলাকায় উল্টোদিক থেকে আসা একটি মোটর ভ্যান সজোরে স্কুটারে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় শিবম সোরেন। গুরুতর জখম অবস্থায় সুরেশ সোরেনকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়।
Like Us On Facebook