স্বাস্থ্যবিধি শিকেয় তুলে ভ্যাকসিন নিতে ভিড় উপচে পড়ল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ভিড় সামালাতে ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু ভিড় সামলাতে গিয়ে উত্তেজিত জনতার ব্যাপক ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও।
বৃহস্পতিবার সকালে দুটি ধাপে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। রাত্রি থেকেই ভ্যাকসিন নিতে মানুষের ভিড় জমে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে, লম্বা লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ অধৈর্য্য হয়ে পড়েন। মানুষের ধৈয্যের বাঁধ ভেঙে যায় যখন ভ্যাকসিন চলাকালীন হাসপাতাল কর্তৃপক্ষ কো-উইন পোর্টালের সার্ভার ডাউন আছে বলে ঘোষণা করে। ভিড় নিয়ন্ত্রণ করতে এসে একটা সময় পুলিশের সাথে বচসা শুরু হয়ে যায় উপস্থিত মানুষজনের। সব মিলিয়ে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভ্যাকসিন নিতে এসে চূড়ান্ত হয়রানি হতে হল সাধারণ মানুষকে। শেষমেশ অস্বস্তি এড়াতে দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম ডোজের ভ্যাকসিন চালু রেখে দুপুর বারোটা নাগাদ দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ বন্ধ করে দেয় ভ্যাকসিন না থাকায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল জানান, ভিড় সামলাতে পুলিশকে বলা হয়েছে। ভ্যাকসিন না থাকলে আমাদের কি করার আছে? মানুষকে সচেতন হতে হবে নচেৎ এই সমস্যা মিটবে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।