দুর্গাপুর কোর্ট লক আপে গলায় দড়ি দিয়ে এক বিচারাধীন বন্দী আত্মহত্যার চেষ্টা করে। নাম রঞ্জিত সিং। জানা গেছে, তিনি দুর্গাপুরের ভিড়িঙ্গীর স্কুল পাড়ার বাসিন্দা। সম্প্রতি রঞ্জিত সিংয়ের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটে। সেই ঘটনায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। মৃতার বাপের বাড়ির লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে। বুধবার দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর মহকুম আদালতে হাজির করে রঞ্জিতকে। কোর্ট লক আপে আনার পরই ঘটে যায় বিপত্তি।

জানা গেছে, হাতের কাছে দড়ি পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে রঞ্জিত। কোনোক্রমে পুলিশ রঞ্জিতকে উদ্ধার করে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোর্ট চত্বরে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। রঞ্জিতের অভিযোগ, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, তাই সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি কৌঁসুলি দেবব্রত সাঁই জানান, বিষয়টি খুব চিন্তার, পুলিশ তদন্ত করে দেখুক গোটা বিষয়টি। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল বলেন, ‘রঞ্জিত সিং নামে এক বিচারাধীন বন্দীকে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে। মানসিক যন্ত্রনা থেকেই রঞ্জিত সিং আত্মহত্যার চেষ্টা করেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।’

Like Us On Facebook