পূর্ব বর্ধমানের রায়না-১ ও ২ ব্লকের গ্রাম পঞ্চায়েতের ২টি আসন কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেলেন সিপিএমের প্রার্থীরা। রায়না ১ ও ২ ব্লকের দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিএমের জয় লাভের পর মিষ্টিমুখ ও আবির খেলা শুরু হয়ে যায়।
শনিবার ছিল মনোনয়নের স্ক্রুটিনি। স্ক্রুটিনির পর দেখা যাচ্ছে রায়না-১ ব্লকের শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতের ৭/৯৮ নম্বর আসনে (বুথ নম্বর ৯৮) ইসমাইল মোল্লা এবং রায়না-২ ব্লকের পাঁইটা-২ গ্রাম পঞ্চায়েতের ১/১ নম্বর আসনে (বুথ নম্বর ১৯১) সবিতা মাথুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। দুই জনই সিপিএম প্রার্থী। পূর্ব বর্ধমান জেলা সিপিএমের তরফে সমাজ মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই দুই প্রার্থীকে জয়ের অভিনন্দন জানিয়ে পোস্টও করা হয়েছে।
জানা গেছে, শ্যামসুন্দর পঞ্চায়েতের আসনটি অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষিত। এই আসনে তৃণমূল প্রার্থী করেছিল চাঁদ মহম্মদ মল্লিককে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাতিগত শংসাপত্র তৃণমূল প্রার্থী জমা দিতে পারেননি। স্বাভাবিকভাবেই শনিবার মনোনয়নপত্র পরীক্ষার পরে তা বাতিল হয়ে যায়। ওই আসনে একমাত্র প্রার্থী হিসেবে রয়ে গেলেন সিপিএমের ইসমাইল মোল্লা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে চলেছেন তিনি। অন্যদিকে, পাঁইটা-২ গ্রাম পঞ্চায়েতের ওই আসনটিও অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য সংরক্ষিত। এই আসনে প্রার্থীই দিতে পারেনি তৃণমূল। সিপিএম ছাড়া অন্য কোনও প্রার্থী নেই। স্বাভাবিক কারণে ওই আসনে সিপিএম প্রার্থীই একমাত্র বৈধ হিসেবে থেকে গেলেন।