শনিবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ে একটি দশচাকা ট্রাক একই মুখে যাওয়া একটি চারচাকা গাড়ির উপরে উঠে যায়। ট্রাক ও চারচাকা দু’টি গাড়িই কলকাতার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় প্রাণ হারান চারচাকা গাড়ির চালক সমরেশ মুখার্জী। মৃতের বাড়ি পূর্ব বর্ধমানের কালনার বেলেহাটা গ্রামে। গুরুতর জখম অবস্থায় অরিজিৎ মজুমদার নামে আরও এক আরোহীকে উদ্ধার করে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অরিজিৎবাবুর বাড়ি বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় শক্তিগড় থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা আমীর আলি বলেন, ‘জাতীয় সড়কে কাজ চলায় রাস্তা ছোট হয়ে গেছে। ফলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। কয়েকদিন আগে ওই একই জায়গায় দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশে ধস নেমে রাস্তা একেবারে সংকীর্ণ হয়ে গেছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ১৯ নং জাতীয় সড়কের বর্ধমান-কলকাতা অভিমুখী লেনে।

Like Us On Facebook