আদিবাসীদের তির-ধনুক নিয়ে আন্দোলনের জেরে উখরার জমিদাররা জমির দখল নিতে এসে পিছু হটল। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইছাপুরের বনশোলে প্রায় তিনশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ ৮০ বছরের অধিক সময় ধরে এক সময়ের উখরার জমিদারদের জমির উপর বসবাস করছে। পরবর্তী সময় সরকার তাদের বসবাসের জন্য সেই জমির পাট্টা দেয় বলে আনা গেছে।

কয়েক দিন আগে উখরার জমিদাররা আদিবাসীদের উচ্ছেদ করে সেই জমি উদ্ধার করার প্রস্তুতি নিতেই আদিবাসীরা ক্ষোভে ফেটে পড়ে তির ধনুক নিয়ে আন্দলোনে নামে। অবস্থা বেগতিক বুঝে ফরিদপুর থানার পুলিশের মধ্যস্থতায় বৃহস্পতিবার ফরিদপুর ব্লকের সভাপতি সুজিত মুখার্জি ও ইছাপুর পঞ্চায়েত প্রধান উজ্জ্বল মণ্ডলের উপস্থিতিতে উখরার জমিদারদের প্রতিনিধি ও আদিবাসীদের মিটিং হয়। মিটিংয়ে সিদ্ধান্ত হয় অধিবাসীদের জমি ফেরৎ নেওয়া যাবে না। আবার আদিবাসীরাও উখরার জমিদারদের নতুন কোন জমি ফের দখল করবে না।


Like Us On Facebook