শেষ পর্যন্ত আসানসোলের মহিশীলা সানভিউ পার্কের বিকাশ চন্দ্র সাধুর বাড়ি উত্তোলনের কাজ নির্বিঘ্নে শেষ করল হরিয়ানার টিডিবিডি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। গত ১৮ আগস্ট টিডিবিডি ইঞ্জিনিয়ারিং বাড়িটিকে ৪ ফুট উত্তোলনের কাজ শুরু করে। সংস্থার ২৬ জন কর্মী প্রায় ১৫০টি জ্যাকের সাহায্যে এই কাজ করেন। মঙ্গলবার উত্তোলনের কাজ শেষ হওয়ায় সংস্থার কর্মীরা জ্যাকগুলি খুলে নেওয়া শুরু করেন। জ্যাক খুলে নিয়ে ইটের গাঁথনি দিয়ে বাকি কাজ শেষ করতে আরও ৭-৮ দিন সময় লাগবে বলে জানা গেছে।

এদিন টিডিবিডি ইঞ্জিনিয়ারিং সংস্থার পক্ষ থেকে কৃষ্ণ মাহাতো বলেন, ‘আমরা বাড়ি উত্তোলনের কাজ শেষ করেছি। এবার জ্যাকগুলি খুলে নিয়ে নীচে ইটের গাঁথনি দিলেই আমাদের কাজ শেষ হবে। বাড়ির কোনরকম ক্ষতি না করেই পুরো কাজ আমরা শেষ করেছি। কাজ চলাকালীন সময়ে বিকাশবাবু তাঁর পরিবার নিয়ে এই বাড়িতেই ছিলেন।’

বিকাশ চন্দ্র সাধু বলেন, ‘আমার বাড়িটি ৪ ফুট উত্তোলন করা হয়েছে। টিডিবিডি ইঞ্জিনিয়ারিং সংস্থার কাজে আমি খুশি। বাড়ির কোন ক্ষতি হয়নি। এবার বাড়িতে জল ঢোকার সমস্যা থেকে মুক্তি পাব। আমার ১৭৬০ স্কোয়ার ফুটের দ্বিতল বাড়িটি ৪ ফুট উত্তোলন করতে প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে। আশা করছি সামনের ৫০ বছর আর বাড়িতে জল জমার সমস্যা হবে না।’

উল্লেখ্য, পেশায় শিক্ষক বিকাশ চন্দ্র সাধু ২০০৩ সালে আসানসোলের মহিশীলা সানভিউ পার্কে বাড়ি তৈরি করেন। পরবর্তী ক্ষেত্রে এলাকার রাস্তা তৈরি হলে, রাস্তার থেকে বাড়ির মেঝে নীচু হয়ে যাওয়ায় ফি বর্ষায় বাড়িতে রাস্তা ও নর্দমার জল ঢুকে যাওয়ার সমস্যা তৈরি হচ্ছিল৷ বিগত দু-তিন বছর ধরে এই সমস্যায় ভোগার পর তিনি সিদ্ধান্ত নেন, বাড়িটি না ভেঙে পুরো বাড়িটিকে মাটি থেকে কয়েক ফুট উপরে তুলে নেবেন৷ খোঁজখবর করে তিনি হরিয়ানার টিডিবিডি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একটি সংস্থার কথা জানতে পারেন। যারা আস্ত বাড়ি না ভেঙেই ভিত থেকে কয়েক ফুট তোলা বা কিছু দূরে সরিয়ে দেওয়ার কাজে সিদ্ধহস্ত। বিকাশবাবু ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করে বাড়ি উত্তোলনের কাজের বরাত দেন।

Like Us On Facebook