বজ্রাঘাতে মৃত্যু হল দুজনের। আহত তিন। পূর্ব বর্ধমানের মেমারির ঘটনা। মৃত দুই ক্ষেত মজুরের নাম নীলমণি বেসরা(৪৭) ও সৈরভী মুর্মু(৪৩)। এছাড়াও আহত তিন জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অজিত হেমব্রম, দুখী সরেন, পূর্ণিমা বেসরা ও নীলমণি বেসরা মেমারির বিজুর গ্রামের মাঠে ধান রোয়ার কাজ করছিলেন। সেই সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাত হলে নীলমণি ঘটনাস্থলেই মারা যায়। পাশের জমিতে কাজ করা ক্ষেত মজুররা বাকি তিন জনকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তারা চিকিৎসাধীন। অন্যদিকে মেমারির হৈড়গ্রামে বৃহস্পতিবার দুপুরে জমিতে ধান রোয়ার কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় সৈরভী মুর্মুর।