শমিক দত্ত

মঙ্গলবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর আসানসোল জুড়ে খুশির হাওয়া। এবার উচ্চমাধয়মিকে আসানসোলের রোহিত কুমার ও শমিক দত্ত যুগ্ম ভাবে পঞ্চম হয়েছে। রোহিত ও শমিক ৯৭ শতাংশ নম্বর পেয়ে যুগ্ম পঞ্চম। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৮৫।

২ নম্বর মহিশীলা কলোনির শমিক দত্ত উষা গ্রাম বয়েজ হাইস্কুলের ছাত্র। শমিকের বাবা কৌশিক দত্ত ও মা ইপ্সিতা দত্ত দুজনেই পেশায় গৃহ শিক্ষক। শমিক চাটার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায়। এবং সে রবীন্দ্রসংগীত গাইতে ও ক্রিকেট খেলতে পছন্দ করে।

১ নম্বর মহিশীলা কলোনির রোহিত কুমার আসানসোল ওল্ড স্টেশন হাইস্কুলের ছাত্র। রোহিতের বাবা অসীম কুমার একটি বেসরকারি সংস্থায় কাজ করেন এবং মা গীতাদেবী নিপাট গৃহবধূ। রোহিত ইঞ্জিনিয়ার হতে চায়। সে সিনেমা দেখতে ও কম্পিউটার গেম খেলতে পছন্দ করে।

রোহিত কুমার
রোহিত কুমারের প্রাপ্ত নম্বর
শমিক দত্তের প্রাপ্ত নম্বর
Like Us On Facebook