দুটি চারচাকা গাড়ির সংঘর্ষে একটি গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ। জানা গেছে, ২ নম্বর জাতীয় সড়কে অন্ডাল থানার কাজোড়া ব্রিজের উপর দুটি চার চাকা গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে গাড়ির ভিতর থেকে আরোহীদের বের করেন। ঘটনায় গাড়ির চালক ও একটি শিশু অল্প আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটি কলকাতা থেকে ২ নং জাতীয় সড়ক ধরে ঝাড়খণ্ডের কোডারমা যাচ্ছিল। গাড়িতে চালক ছাড়া দু’টি বাচ্চা সহ আরও দু’জন আরোহী ছিলেন। তাঁরা সকলে একই পরিবারের সদস্য। রাজেশ কুমার সাউ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, কলকাতার দিক থেকে আগত গাড়িটিকে অন্য একটা গাড়ি ধাক্কা মারে। ঘটনার পর ঘাতক গাড়িটি সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে কলকাতা থেকে আগত গাড়িটিতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি জ্বলে ওঠে। গাড়ির সকলেই নিরাপদে বাইরে বেরিয়ে আসেন স্থানীয়দের সাহায্যে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ২ নং জাতীয় সড়কে প্রায় দু’ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে রাস্তা থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে রাস্তা যানজট মুক্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।