.
ঘন কুয়াশার জেরে ভাতাড়ের বেলেন্ডা পুলের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন উভয় বাসের ৩০ জন যাত্রী। এদিন ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল রাস্তাঘাট। দৃশ্যমানতা ছিল ১০ মিটারেরও নীচে। সকাল সাতটা নাগাদ ভাতাড়ের বেলেন্ডা ক্যানেল পুলের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাস বহরমপুর থেকে বর্ধমানের দিকে এবং অপর বাসটি বর্ধমান থেকে কাটোয়ার দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভাতাড় স্টেট জেনারেল হাসপাতাল ও পরে ৬ জনকে বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে প্রায় দু’ঘণ্টা বর্ধমান কাটোয়া রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। পড়ে পুলিশ বাস দুটিকে সরিয়ে রাস্তা যানজট মুক্ত করে।
Like Us On Facebook