১৪ জুন কাঁকসার কোটা বালি ঘাটে লাইদোহার রাঙ্গামাটির দুই বাসিন্দা শেখ হামিদুল ও শেখ নজরুল নৃশংস ভাবে খুন হয়। কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমে কোটা বালি ঘাটের জোড়া খুনে জড়িত সন্দেহে বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত ভবানীপুরের বাসিন্দা ও লাউদোহার রাঙামাটির বাসিন্দা দুই ব‍্যাক্তিকে গ্রেফতার করে শুক্রবার দুর্গাপুর মহাকুমা আদালতে হাজির করল। পুলিশ সূত্রে জানা গেছে, ইসিএলের লোহার স্ক্র্যাপ নিয়ে নিজেদের মধ্যে অশান্তির জেরেই এই খুন।

উল্লেখ্য, ১৪ জুন ঈদের বাজার করতে বেরিয়ে খুন হন দুই যুবক। শেখ হামিদুল ও শেখ নজরুলকে কাঁকসার কোটা বালি ঘাটে ডেকে নিয়ে গিয়ে গলায় গামছার ফাঁস দিয়ে খুন করে আততায়ীরা। এই ঘটনায় সেইদিন দুই মৃতের পরিবারের লোকজন বহিরাগতদের কাজ বলে অভিযোগ করেন। যদিও দুই পরিবারের লোকজন জানিয়েছিলেন, শেখ হামিদুল ও শেখ নজরুল দু’জনেই কয়লা খাদানের কাজকর্মে যুক্ত ছিলেন। এরপর পুলিশ ঘটনার তদন্তে নামে।

Like Us On Facebook