পানাগড় সেনা ছাউনির পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হল একটি হাতি। বনকর্মীরা ঘুম পাড়ানি গুলি ছুড়ে হাতিটিকে কাবু করে কুয়ো থেকে তুলে বাঁকুড়ার জঙ্গলে ফেরত পাঠানো হয়।

২০১৮ সালের মার্চ মাসে বাঁকুড়ার জঙ্গল থেকে বের হয়ে একদল হাতি দামোদর পেরিয়ে বর্ধমানের দিকে চলে আসে। সেই দলের একটি হাতি দলছুট হয়ে পানাগড় সেনা ছাউনির পাঁচিল ভেঙে ঢুকে পড়ে সেনা ছাউনির ভিতরের জঙ্গলে। বনদফতরের কর্মীরা অনেক চেষ্টা করেও সেটিকে সেনা ছাউনির ঘন জঙ্গল থেকে বের করতে পারেন নি। হাতিটি এতদিন ওই জঙ্গলের মধ্যেই ছিল।

জানা গেছে, গতকাল সেনা কর্মীরা জঙ্গল সাফাই করতে গিয়ে দেখতে পান একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে হাতিটি রয়েছে। এরপর সেনার পক্ষ থেকে বন দফতরে খবর দিলে বন কর্মীরা এসে ঘুম পাড়ানি গুলি ছুড়ে হাতিটিকে কাবু করে কুয়ো থেকে উদ্ধার করে। এরপর হাতিটিকে ট্রাকে চাপিয়ে বাঁকুড়ার জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়।

Like Us On Facebook