রেলের হকারদের তৎপরতায় মেমারি স্টেশন থেকে ১২৫টি কচ্ছপ উদ্ধার করল রেল পুলিশ। কচ্ছপ পাচারে জড়িত দুই মহিলাকে গ্রেফতার করেছে জিআরপি।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ডাউন দুন এক্সপ্রেস মেমারি স্টেশনে দাঁড়িয়ে পড়ে। দুই মহিলা ৬টি বস্তা নিয়ে দুন এক্সপ্রেস থেকে নেমে লাইন পেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল। প্ল্যাটফর্মের হকারদের সন্দেহ হওয়ায় তাঁরা ওই মহিলাদের আটকে বস্তাগুলি খুলে প্রচুর কচ্ছপ দেখতে পান। সঙ্গে সঙ্গে রেল পুলিশকে খবর দেন হকাররা। রেল পুলিশ এসে বস্তাগুলি থেকে ছোট-বড় মিলিয়ে ১২৫টি কচ্ছপ উদ্ধার করে এবং দুই মহিলাকে গ্রেফতার করে।
Like Us On Facebook