বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মা, ছেলে সহ তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ১১জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের মেমারিতে। এদিন মেমারির কালনা-দেবীপুর রোডের পলতা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। মেমারি থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতাল ও পরে বর্ধমানের অনাময় হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়। পরে অনাময় হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এদিন খুব ভোরে একটি ট্রাক্টরে করে আদিবাসী সম্প্রদায়ের প্রায় ১৪-১৫ জন একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। সেই সময় কালনা-দেবীপুর রাস্তায় পলতা গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে ধাক্কা মারলে ট্রাক্টরটি উল্টে যায়। পুলিশ দুটি গাড়ি সহ চালককে আটক করেছে।