পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বুধবার গভীর রাতে রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুরের সগড়ভাঙা এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামাতে হয় কমব্যাট ফোর্স। ঘটনায় জখম হন এক পুলিশ কর্মী। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত বিডিও মোড়ের কাছে বালির একটি ট্রাক ধাক্কা মারে এক মোটর বাইক আরোহীকে। আশঙ্কাজনক অবস্থায় ওই বাইক আরোহীকে দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেনস্থানীয় বাসিন্দারা। এরপরই উত্তেজিত স্থানীয় জনতা বালির ট্রাকে ভাঙচুর শুরু করে। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ। কেন এই রাস্তায় ট্রাফিক পুলিশ থাকে না এই প্রশ্ন তুলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে উত্তেজিত জনঘতা। কোকওভেন থানার এক আধিকারিক এই ঘটনায় জখম হন, তাঁর হাতে আঘাত লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত কমব্যাট ফোর্সকে নামানো হয়। প্রায় আধ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

Like Us On Facebook