ভাতার থানার পুলিশ সুনুড় গ্রাম থেকে মথুরাম মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এছাড়াও পুলিশ রবিবার রাতে হাইজ্যাক হওয়া লরির প্রায় ৫০ শতাংশ চাল উদ্ধার করেছে মথুরাম মন্ডলের গুদাম থেকে। মথুরাম জেরায় পুলিশকে জানায় এই চাল পেয়েছিল প্রকাশ মন্ডল নামে এক ডিলারের কাছ থেকে। পুলিশ প্রকাশ মন্ডল সহ বাকি হাইজ্যাকারদের খুঁজতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

ঘটনায় প্রকাশ রবিবার রাতে বর্ধমান ও বুদবুদের রাইসমিল থেকে চাল লোড করে একটি লরি বীরভূমের মুরারইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ বাদশাহী রোড ধরে যাওয়ার সময় ভাতার থানার নরজা মোড় থেকে কিছু দূরে পুলিশ স্টিকার লাগানো নম্বর প্লেটহীন একটি স্করপিও লরিটিকে আটকায়। দুষ্কৃতিরা লোড করা চালের চালান দেখতে চায়। চালানে ভুল আছে এই অভিযোগে লরির চালক ও খালাসিকে থানাতে নিয়ে যাবার নামে স্করপিওতে তুলে নেয়। স্করপিওতে তুলেই চালক ও খালাসির চোখ বেঁধে দেয় দুষ্কৃতিরা এবং চালভর্তি লরিটি নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। সোমবার সকালে কাটোয়া থানার কড়ুই গ্রামের বাসিন্দারা রাস্তার পাশে গাছে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় দুজনকে দেখতে পায়। স্থানীয় বাসিন্দারা বাঁধন খুলে দিলে চালক ও খালাসি পুরো ঘটনার কথা তাদের জানান। স্থানীয় একজনের মোবাইল থেকে চালক ঘটনার কথা লরির মালিককে জানান। সোমবার তারা ভাতার থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায় সুনুড় গ্রাম থেকে মথুরাম মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং হাইজ্যাক হওয়া লরির প্রায় ৫০ শতাংশ চাল পাওয়া গেছে মথুরাম-এর গুদাম থেকে। পুলিশ তদন্ত করে জানতে পারে মথুরাম স্থানীয় এক ডিলার প্রকাশ মন্ডলের কাছ থেকে এই চাল পেয়েছিল এবং পুলিশ মথুরাম-এর বিরুদ্ধে আইপিসি ৩৯২ ধারায় কেস দায়ের করে বৃহস্পতিবার আদালতে পেশ করে। পুলিশ সূত্রে আরও জানা যায় প্রকাশ মন্ডল সহ বাকি হাইজ্যাকারদের খোঁজে তল্লাশি চলছে।