আসানসোলের সালানপুরে ২ নম্বর জাতীয় সড়কের মেলেকোলা রেলসেতুর উপর দুর্ঘটনার কবলে পড়ে একটি চামড়া বোঝাই ট্রাক। ঘটনায় মৃত ট্রাকের তিন কর্মী। শুক্রবার সন্ধ্যায় ঘটা এই দুর্ঘটনার জেরে হাওড়া-দিল্লি মেন লাইনের আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বহু ট্রেন দীর্ঘ সময় আটকে পড়ে বিভিন্ন স্টেশনে।
জানা গেছে, মুজফ্ফরপুর থেকে ছাগলের চামড়া বোঝাই একটি ট্রাক কলকাতার লেদার কমপ্লেক্স যাচ্ছিল। শুক্রবার সন্ধ্যয় ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে সালানপুরের মেলেকোলা রেলসেতুর উপর। ট্রাকটি রেলসেতুর রেলিং ভেঙে বিপজ্জনকভাবে ঝুলতে থাকে হাওড়া-দিল্লি আপ লাইনের পাশে। ডাউন লাইন দিয়ে যাওয়া একটি ট্রেনের চালক ঘটনাটি দেখে রেলের কন্ট্রোল রুমে খবর দিলে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও রেলের আধিকারকরা। রাতভর চেষ্টার পর শনিবার সকালে ট্রাকটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ এবং ট্রাকের নীচ থেকে উদ্ধার হয় তিন ট্রাক কর্মীর মৃতদেহ। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। শনিবার সকাল ৯টার পর হাওড়া-দিল্লি আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।