সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে। মৃতের নাম কামালউদ্দুন শেখ(২৭)। বাড়ি বুদবুদের রাকোনা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কাজ সেরে পানাগড় বাজার থেকে পায়ে হেঁটে কামালউদ্দিন পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন থেকে একটি ট্রাক তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কামালউদ্দিনের। ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মঙ্গলবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook