সারা বিশ্ব জুড়েই জল সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। ভারতের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। দেশের বিভিন্ন রাজ্যে পানীয় জলের সঙ্কটে জল অপচয় বন্ধে জারি হয়েছে সতর্কবার্তা। পশ্চিম বঙ্গের বিভিন্ন এলাকাতেও দেখা দিয়েছে জলের সঙ্কট। পশ্চিম বর্ধমানের খনি এলাকায় এক বালতি পানীয় জল সংগ্রহ করতে স্থানীয় মানুষের কালঘাম ছুটছে। অভিযোগ, এমন অবস্থায় দুর্গাপুরের কাঁকসা ব্লকের বাঁশকোপা গ্রামে বেআইনিভাবে সাবমার্সিবল পাম্প বসিয়ে ভূগর্ভস্থ পানীয় জল সংগ্রহ করে অবাধে বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। স্থানীয় মানুষ প্রশাসনের কর্তাব্যক্তিদের উদাসীনতাকে দায়ী করে সোমবার বাঁশকোপা গ্রামে জল মাফিয়াদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।

বাঁশকোপা গ্রামের মানুষের অভিযোগ, প্রকাশ্য দিবালোকে সকলের চোখের সামনে সাবমার্সিবল পাম্প বসিয়ে ভূগর্ভস্থ পানীয় জল তুলে জল মাফিয়ারা চড়া দামে বিক্রি করছে অথচ স্থানীয় প্রশাসন জেগে ঘুমিয়ে আছে। স্থানীয় মানুষের স্বার্থে অবিলম্বে ভুগর্ভস্থ পানীয় জল চুরি বন্ধ করার দাবি জানান স্থানীয় মানুষজন। কেবলমাত্র বাঁশকোপা গ্রামেই নয়, অসাধু জল ব্যবসায়ীরা গোটা কাঁকসা এলাকায় শিল্পতালুক জুড়ে ভুগর্ভস্থ পানীয় জল সংগ্রহ করে ট্যাঙ্কার ভরে বিক্রি করছে বলে অভিযোগ। ফলে অদূর ভবিষ্যতে কাঁকসা জুড়ে তীব্র পানীয় জলের সঙ্কটের আশঙ্কায় ভুগছেন মানুষজন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook