পানাগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। মৃতের নাম প্রিয়াংশু সিংহ (১৩)। বৃহস্পতিবার সকালে প্রিয়াংশু বাড়ি থেকে বেরিয়ে পনাগড় বাইপাসের কাছে খাটালে যাচ্ছিল দুধ আনতে। প্রিয়াংশু রাস্তার ধার দিয়ে যাওয়ার সময় একটি বাস একটি ট্রাককে বিপজ্জনকভাবে ওভারটেক করতে গেলে ট্রাকটি সংঘর্ষ এড়াতে রাস্তা থেকে নেমে পড়ে প্রিয়াংশুর সামনে চলে আসে। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রটিকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের।
দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় মানুষ পনাগড়ের রণডিহা মোড়ে পুরানো জাতীয় সড়কে বিক্ষোভ দেখান। পরে কাঁকসা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, রাস্তার দুধারে অবৈধভাবে ব্যবসায়ীরা রাস্তা আটকে ব্যবসা করছে, যার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পরে পুলিশ আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন এলাকার মানুষ। এর পরেই পুলিশ ওই রাস্তা ফাঁকা করার কাজ শুরু করে।