জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো কুলটির দেবীপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম কান্ত বাউরি (৬০)। তিনি স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কুলটির দেবীপুর এলাকার একটি ইটভাটায় সাইকেলে চেপে কাজে যাচ্ছিলেন কান্ত বাউরি। দু’নম্বর জাতীয় সড়কে কুলটির দেবীপুর মোড়ে একটি ট্রাক কান্ত বাউরিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ক্ষুব্ধ স্থানীয় মানুষজন মৃতদেহ আটকে জাতীয় সড়কে বিক্ষোভ শুরু করেন। অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় মানুষজন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশ ঘাতক ট্রাকের খোজে তল্লাশি শুরু করেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook