স্ত্রীকে খুন করে প্রমাণ লোপাটের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারদণ্ডের নির্দেশ দিল বর্ধমান আদালত। সাজাপ্রাপ্তের নাম ভগীরথ হেমব্রম। মেমারি থানার আমদপুরে তাঁর বাড়ি। সাজা শুনে নিজেকে নির্দোষ বলে দাবি করে ভগীরথ হেমব্রম এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান।

আদালত সূত্রে জানা গেছে, স্ত্রী মুংলি হেমব্রমের স্বভাবচরিত্র নিয়ে সন্দেহ করতেন ভগীরথ। সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। এরপর স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত আছে, এই সন্দেহে স্ত্রীকে খুন করার পরিকল্পনা করে ভগীরথ। ২০১৫ সালের ১৯ সেপ্টেম্বর পাহাড়হাটি গিয়েছিলেন ভগীরথ ও মুংলি। কিন্তু রাতে একাই ফিরে আসেন ভগীরথ। এবং ফিরে ছেলের কাছে গল্প ফাঁদেন। তিনি ছেলেকে বলেন, ফেরার পথে এক ব্যক্তি তাঁদের ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেন। তিনি আহত হয়ে কোন রকমে ফিরে আসেন এবং মুংলি তাঁকে ছেড়ে মেমারির দিকে ছুটে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও কোন সন্ধান পাওয়া যায় নি মুংলির। এর দু’দিন পর পাহাড়হাটি এলাকায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি মায়ের বলে সনাক্ত করেন ভগীরথের ছেলে সুকুমার। এরপর মেমারি সুকুমার মেমারি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নামে এবং ভগীরথকে গ্রেফতার করে। পরে জামিন পায় ভগীরথ। ২০১৬ সালের ৩১ জানুয়ারি পুলিশ ভগীরথের বিরুদ্ধে চার্জশিট পেশ করে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook