বীরভূম থেকে দুর্গাপুর আসার পথে কাঁকসার শিবপুর রোডের রূপগঞ্জে একটি ট্রাকের সঙ্গে সিআইডি দলের একটি টাটা সুমোর সংঘর্ষে গাড়ির চালক সহ তিন সিআইডি আধিকারিক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে মলান দিঘীর সনাকা হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ বীরভূম থেকে সিআইডি আধিকারিকরা একটি টাটা সুমোয় দুর্গাপুরের দিকে আসছিলেন। শিবপুর রোডের রূপগঞ্জে তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এই ঘটনায় গাড়িচালক সৌমেন আচার্য সহ তিন সিআইডি আধিকারিক শিমূল সরকার, সমীর কুন্ডু ও অমরেশ মন্ডল আহত হন। গাড়ির দরজা ভেঙে আহতদের উদ্ধার করে সনাকা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, গাড়ি চালকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook