.
বর্ধমান জেলা পূর্বাঞ্চল কল্যাণ আশ্রমের পক্ষ থেকে কাঁকসার দোমড়া গ্রামে আদিবাসীদের মধ্যে এক দিবসীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন প্রায় শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তিরান্দাজি, শালপাতা সেলাই, লোহার বল ছোড়া প্রতিযোগিতায় অংশ নেন। উদ্যোক্তারা জানিয়েছেন, আদিবাসীদের মধ্যে খেলাধূলার প্রতি উৎসাহ বাড়াতেই তাঁদের এই উদ্যোগ। এদিনের এই প্রতিযোগিতা ঘিরে আদিবাসীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়।
Like Us On Facebook