দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা থানার অন্তর্গত ইসিএলের মাধাইপুর খোলামুখ খনিতে কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠল। মাধাইপুর খোলামুখ খনির কাজকর্ম বন্ধ করে দিল আদিবসীরা।
সোমবার বর্ধমান আদিবাসী গাঁওতার আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল কমিটির সদস্যরা ক্ষুব্ধ হয়ে তীর ধনুক নিয়ে বকেয়া বেতন পরিশোধ এবং চুক্তিপত্র সহ কাজে পুনর্নিয়োগর দাবিতে মাধাইপুর খোলামুখ খনির কয়লা উত্তোলন সহ সমস্ত কাজ কর্ম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন। খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে মাধাইপুরে খোলামুখ খনির কাজকর্ম সব বন্ধ রয়েছে। ইসিএল কর্তৃপক্ষ ও আধিকারিকরা এই বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকার করেন।
Like Us On Facebook