নিম্নচাপের জেরে মুষলধারে বৃষ্টির ফলে ভাতাড় বাজার এলাকায় বর্ধমান-কাটোয়া রোডের উপর ভেঙে পড়ল বহু পুরানো একটি অশ্বত্থ গাছ। সঙ্গে ভেঙে পড়েছে একটি ইলেকট্রিক পোলও। ক্ষতিগ্রস্থ রাস্তার ধারে থাকা বেশ কয়েকটি দোকান। ঘটনার জেরে বর্ধমান-কাটোয়া রোডে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘুর পথে কাটোয়া ও বর্ধমান যাওয়ার জন্য গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির জেরে শনিবার সকালে ভাতাড় বাজার এলাকায় ভেঙে পড়ে বিশাল আকারের অশ্বত্থ গাছটি। গাছটির আশেপাশে কিছু দোকানও ছিল। সকালে বাজারে লোকজন না থাকায় বড় কোন দুর্ঘটনা ঘটে নি। গাছটির সামনে বিদ্যুতের তার থাকায় উপড়ে পড়ে একটি বিদ্যুতের খুঁটিও। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভাতাড় বাজারের কিছু জায়গায়। খবর পেয়ে ঘটনাস্থলে ভাতাড় থানার পুলিশ, দমকল বাহিনী ও বিপর্যয় ব্যবস্থাপন দফতরের কর্মীরা পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।