কাঁকসা থানার উদ্যোগে শনিবার থানা প্রাঙ্গণে শনিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হল। বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের সূচনা করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং ও দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে, কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের ট্রাফিক এসিপি সহ পদস্থ পুলিশ কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন কাঁকসা থানায় মেহগনি, রুদ্রাক্ষ, চন্দন, লিচু, বকুল, দেবদারু সহ বিভিন্ন ধরনের ১০০ টি চারাগাছ রোপণ করা হয়। তাছাড়া স্থানীয় ১০ টি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে ১০ ধরণের বিভিন্ন চারাগাছ স্কুলে রোপণ করার জন্য উপহার দেওয়া হয়। এদিন কাঁকসা থানায় বৃক্ষরোপণ কর্মসূচিকে আকর্ষণিয় করতে পুলিশের উদ্যেগে কচিকাঁচাদের বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং সফল প্রতিযোগীদের পুলিশ কর্তারা পুরস্কৃত করেন বলে জানা গেছে। পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং ও দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে এদিন বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সকলকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।