টিকিটের টাকা আত্মসাতের অভিযোগে ভ্রমণ সংস্থার এক স্থানীয় এজেন্টকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম সুজয় দে। বর্ধমান থানার হরিনারায়ণপুরে তাঁর বাড়ি।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকমাস আগে কলকাতার একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে আন্দামান বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন রায়নার সেহারা বাজারের কয়েকজন ব্যক্তি। অগ্রিম বাবদ ভ্রমণ সংস্থাটিকে ৯৭ হজার ৫০০ টাকা দিয়ে দেন তাঁরা। পরে ভ্রমণ সংস্থাটি এই ট্যুর বাতিল করে। সংস্থার পক্ষ থেকে অগ্রিমের টাকা চেকের মাধ্যমে ফেরত দেওয়া হয় কিন্তু সেই চেক বাউন্স করে। টাকা ফেরত না পেয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন সেহারা বাজারের এক ব্যক্তি। তদন্তে নেমে শুক্রবার রাতে পুলিশ সুজয় দেকে গ্রেফতার করে। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। ধৃতকে ১৯ নভেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
Like Us On Facebook