.

ভাইফোঁটা দিতে যাওয়ার পথে বাইক থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম শ্রাবণী লোহার (৩০)। বুদবুদের খাণ্ডারি গ্রামে শ্বশুরবাড়ি। বাঁকুড়ার পাঠকপাড়ায় তাঁর বাপের বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শ্রাবণীদেবী বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তাঁর দেওরের বাইকে চেপে মানকর স্টেশনে যাচ্ছিলেন ট্রেন ধরতে। যাওয়ার পথে তিনি বাইক থেকে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান হাসপতালে ভর্তি করা হয়। রাতে শ্রাবণীদেবীর মৃত্যু হয়।

Like Us On Facebook