ছত্তিশগড়ে মাও হামলায় নিহত সিআইএসএফ জওয়ান দীনাঙ্কর মুখোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় গোটা বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মৃতের স্ত্রী মিতা মুখোপাধ্যায়। শুক্রবার স্বামীর দেহ আসার পর তিনি জানিয়েছিলেন, সরকার ইচ্ছে করলেই এই সমস্যার সমাধান করতে পারেন। এই মাও সমস্যা একটা ছোট জায়গার সমস্যা। সরকার কি পারে না? পারে। কিন্তু সমস্যাকে জিইয়ে রাখা হয়েছে।

এদিকে শনিবার সকালে মৃত জওয়ানের পরিবারকে সান্ত্বনা দিতে এসে সেই একই অভিযোগ তুললেন রাজ্যের প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন তিনি গোটা পরিবারের পাশে থাকার আশ্বাস ছাড়াও পরিবারের জন্য কি করা যায় সে ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছেন। একইসঙ্গে তিনিও অভিযোগ করেছেন, মাও সমস্যা মেটানোর জন্য কেন্দ্র সরকারকেই আরও উদ্যোগ নিতে হবে।

Like Us On Facebook