শনিবারের লকডাউনে পানাগড় রেলস্টেশনে মালগাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। রাজ কুমার সিং নামে স্থানীয় যুবক জানান, মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই মহিলার। ঘটনাটি ঘটেছে পানাগড় স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের কাছে। মৃতার নাম মিঠু পাত্র(৩৭)। জানা গেছে, ওই ভবঘুরে স্বামী পরিত্যক্তা মহিলার বাড়ি দেবশালা গ্রামে। স্বামীর বাড়ি দুর্গাপুরের মেনগেটে।

রাজ কুমার সিং সহ অন্যান্যরা জানান, ওই মহিলা গত দু’দিন আগে পানাগড় প্ল্যাটফর্মে আসেন। স্থানীয়রা জানান, লকডাউনের কারণে শনিবার পানাগড় স্টেশনের আশপাশে পুলিশের কড়া নজরদারি ছিল। লকডাউন না মেনে অযথা ঘুরে বেড়ানোর বিরুদ্ধে এদিন পুলিশ ধরপাকড়ও করে। এদিন সন্ধ্যায় ওই মহিলা পুলিশের ভয়ে প্ল্যাটফর্মের দিকে দৌড়ে পালাতে গেলে মালগাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে রেলপুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। জানা গেছে, দুটি সন্তান আছে মৃত মহিলার। একটি এক বছরের এবং অপরটি তিন বছরের। মাকে চোখের সামনে মালগাড়িতে চাপা দিয়ে দেওয়ায় হতবাক দুই শিশু।

Like Us On Facebook