করোনা মোকাবিলায় শনিবারের লকডাউন সফল করতে দুর্গাপুর পুলিশ গোটা মহকুমা জুড়ে কড়া নজরদারি চালায়। শনিবার অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সমস্ত দোকান বাজার বন্ধ ছিল। রাস্তা কার্যত জনশূন্য হয়ে পড়ে। সকাল থেকেই পুলিশ রাস্তায় নেমে বিভিন্ন রাস্তায় টহল দিতে থাকে। যারা লকডাউন ভেঙে রাস্তায় বের হয়েছেন এবং মাস্ক না পরেই বের হয়েছেন তাঁদের চিহ্নিত করে গ্রেফতার করে নির্দিষ্ট মামলা দায়ের করেছে পুলিশ।

জানা গেছে, শনিবার দুর্গাপুরের বিভিন্ন থানা এলাকায় পুলিশ মুখে মাস্ক না পরার দায়ে ৮২ জনকে এবং লকডাউন ভঙ্গকারী হিসেবে ৯৬ জনকে গ্রেফতার করেছে। দুর্গাপুরে শনিবার মোট ১৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারমধ্যে রয়েছে দুর্গাপুর থানায় মুখে মাস্ক না পরার জন্য ২৬ জন এবং লকডাউন ভাঙার অপরাধে ৫০ জন। কোক ওভেন থানায় মুখে মাস্ক না পরার জন্য গ্রেফতারের রেকর্ড নেই তবে লক ডাউন ভাঙার জন্য ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। কাঁকসায় মুখে মাস্ক না পরার জন্য ৫ জন ও লকডাউন ভাঙার দায়ে ১২ জন গ্রেফতার। অন্ডালে মুখে মাস্ক না পরার জন্য ২৭ গ্রেফতার। পাণ্ডবেশ্বর থানায় মুখে মাস্ক না পরার জন্য ৭ জন এবং লকডাউন ভাঙার দায়ে ৫ জন এবং দুর্গাপুরের ফরিদপুর থানায় মুখে মাস্ক না পরার জন্য ৭ জন এবং লকডাউন ভাঙার দায়ে ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে এক রিপোর্টে জানান দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা। দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা জানান, শনিবার বিকেল ৪ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গোটা আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে মোট গ্রেফতার ২৭২ জন। এদিন লকডাউন ভাঙার অপরাধে দুর্গাপুরের বেনাচিতিতে একটি চারচাকা গাড়িকে পুলিশ আটক করে এবং গাড়ির আরোহীদের গ্রেফতার করে।

Like Us On Facebook