পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের বেলডাঙা চেকপোষ্টে একটি বেপরোয়া ট্রেলারের ধাক্কায় মারা গেলেন কাঁকসা থানার এএসআই সিন্টু চক্রবর্তী। গুরুতর জখম সিন্টুবাবুকে উদ্ধার করে দুর্গাপুরের মিশন হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, সিন্টুবাবু সোমবার সকালে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের উপর বেলডাঙার চেকপোষ্টে ডিউটি করছিলেন। সেই সময় পানাগড় থেকে ইলামবাজারগামী একটি ট্রেলার বেপরোয়া ভাবে চেকপোষ্ট পার হতে গেলে চেকপোষ্টে কর্তব্যরত পুলিশ আধিকারিক সিন্টু চক্রবর্তী ট্রেলারটিকে আটকাতে গেলে ট্রেলারটি সিন্টুবাবুকে ধাক্কা মারে এবং সিন্টুবাবু ট্রেলারের চাকার নীচে পড়ে যান বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপরেই সিন্টুবাবুর সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের মিশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সিন্টুবাবুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় কাঁকসা থানা সহ পুলিশ মহলে শোকের ছায়া নেমে আসে। ঘাতক ট্রেলারটিকে পুলিশ আটক করেছে। পলাতক ট্রেলারের চালক ও খালাসি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্তে নেমেছে। ঘাতক ট্রেলারের চালক ও খালাসিকে ধরতে জোর তল্লাশি শুরু হয়েছে বলে জানা গেছে। এদিকে সিন্টুবাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।