দুর্ঘটনার আশঙ্কায় আপদকালীন ভিত্তিতে কাঁকসার কুনুর নদীর ব্রিজ মেরামতির জন্য যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হল। দুর্গাপুর মহকুমা প্রশাসন সূত্রে এই খবর জানা গেছে।
উত্তর ও দক্ষিণ বঙ্গের একমাত্র সংযোগকারী ব্রিজ এই কুনুর নদী ব্রিজ অবৈধভাবে ওভার লোডেড বালি বোঝাই ট্রাক ও ডাম্পার চলাচলে বেশ ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। তাছাড়া দীর্ঘদিন ধরে সংস্কারও হয়নি। বর্তমানে ভারি যানবাহন চলাচলে ব্রিজের পিলার থেকে জল বেরিয়ে আসছে। প্রশাসনের পক্ষ থেকে এই বিপজ্জনক পরিস্থিতি দেখার পরই কেবলমাত্র বাস ছাড়া অন্য ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, আপদকালীন ভিত্তিতে কুনুর নদীর ব্রিজের সংস্কার শুরু হচ্ছে। কয়েক দিন সময় লাগবে সংস্কার করতে। কাঁকসা ও বীরভূম জেলার পুলিশ কুনুর নদীর ব্রিজের যান চলাচল নিয়ন্ত্রণ করবে বুধবার থেকে। ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।