বাসের চালক ঘুমিয়ে যাওয়ায় পর্যটক বোঝাই একটি বাস উল্টে গিয়ে প্রায় ৩০ জনের অধিক পর্যটক আহত হলেন। দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের দার্জিলিং মোড়ের কাছে কাঁকসা মিনিবাজারে। জানা গেছে, আহতরা সকলেই বাঁকুড়ার তালডাংরার বাসিন্দা। বাঁকুড়ার তালডাংরা থেকে বাসটি পর্যটকদের নিয়ে মায়াপুর গিয়েছিল। মায়াপুর থেকে মুর্শিদাবাদের বিভিন্ন পর্যটন স্থান দেখে বীরভূমের তারাপীঠ ঘুরে বাসটি বাঁকুড়া ফিরছিল। ফেরার পথে বুধবার রাত্রি ২ টো নাগাদ বাসের চালক ঘুমিয়ে পড়লে বাসটি রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়।
বাসের পর্যটকদের আর্তনাদে স্থানীয় মানুষজন ছুটে আসেন এবং তাঁরা যাত্রীদের উদ্ধারে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ ও স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। জানা গেছে বাসটিতে প্রায় ৬০ জন পর্যটক ছিল। সকলেই কম-বেশি আহত হন। এর মধ্যে ৩০ জনের চোট বেশি লাগায় তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়ে। তাঁদের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর বলে জানা গেছে।