টোটোর ধাক্কায় এক বালক জখম হওয়াকে কেন্দ্র করে উত্তেজিত জনতা বেপরোয়া টোটোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে অন্ডাল-উখড়া রোডের উপর সিনেমা হল রোড বেশ কিছুক্ষণ অবরোধ করেন। শুক্রবার বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল নামের বছর সাতের এক বালক উখরা সিনেমা হল রোড পারাপারের সময় হঠাৎ করে একটি বেপরোয়া টোটো এসে ধাক্কা মারলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর টোটোর বাড়বাড়ন্ত নিয়ে এবং বেআইনি টোটোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে ক্ষোভ ফেটে পড়ে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখান। উখড়া সিনেমা রোড অবরোধ করেন। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধকারীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অন্ডাল-উখড়া ব্যস্ত রাস্তায় অবরোধ তুলে নেন স্থানীয়রা।