১ জুলাই থেকে চালু হচ্ছে জিএসটি। বস্ত্র ব্যবসার সর্বনাশ করবে জিএসটি, এই অভিযোগে দেশের বস্ত্র ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ রেখে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছে। কলকাতায় ৩০ জুন বস্ত্র ব্যবসায়ীরা জিএসটি চালুর বিরুদ্ধে প্রতিষ্ঠান বন্ধ রাখবে বলে জানা গেছে। বুধবার দুর্গাপুরের বস্ত্র ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ রেখে জিএসটি’র বিরুদ্ধে প্রতিবাদ জানাল। এদিন দুর্গাপুর মহকুমার সমস্ত বস্ত্র প্রতিষ্ঠান বন্ধ করে বস্ত্র ব্যবসায়ীরা নিজেদের মধ্যে বৈঠক করে পরবর্তী আন্দোলনের রূপরেখা নিয়ে আলাপ আলোচনা করেন। এই ইস্যুতে বস্ত্র ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

দুর্গাপুরের রেল স্টেশন সংলগ্ন স্টেশন বাজারে বুধবার সকাল থেকেই বস্ত্র ব্যবসায়ীরা জিএসটি’র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমস্ত বস্ত্র প্রতিষ্ঠান বন্ধ রাখে। দুর্গাপুর স্টেশন বাজারের বস্ত্র ব্যবসায়ী পরমানন্দ সিকারিয়া বর্ধমান ডট কমকে বলেন, ‘স্বাধীন ভারতে বস্ত্র ব্যবসার উপর এইরকম আঘাতের কথা কেউ ভাবেনি। কেন্দ্র সরকার জিএসটি চালু করলে ভারতের বস্ত্র ব্যবসায়ীদের বিরাট ক্ষতি হবে। জিএসটি’র প্রতিবাদে বুধবার আমরা একদিনের প্রতীকি দোকান বন্ধ রাখলাম। কেন্দ্র সরকার আমাদের কথা না ভাবলে ভবিষ্যতে অনির্দিষ্ট কালের জন্য প্রতিষ্ঠান বন্ধ করে জিএসটি’র বিরুদ্ধে প্রতিবাদ জানাবো।’ দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক প্রতিনিধি সন্দীপ সিকদার বলেন, ‘আজ জিএসটি’র বিরুদ্ধে দুর্গাপুর মহকুমার সমস্ত বস্ত্র ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছে। কেন্দ্র সরকার বস্ত্র ব্যবসায়ীদের স্বার্থ না দেখলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে ব্যবসায়ীরা।’


Like Us On Facebook