অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বাংলার ছেলেমেয়েদের ফুটবল খেলায় উৎসাহ দিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সোমবার দুর্গাপুর থানায় দুর্গাপুরের ১১৮টি ক্লাব ও ১৯টি স্কুলকে ফুটবল প্রদান করল পুলিশ আধিকারিকরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও, দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি, চেয়ারম্যান মৃগেন পাল সহ দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদরা ও বিভিন্ন পুলিশ আধিকারিকরা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার লক্ষী নারায়ণ মীনা বলেন, কলকাতায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আসর বসছে। এটা খুব আনন্দের বিষয়। ফুটবল খেললে শরীর ও মন দুটোই ভালো থাকে। এইজন্য দুর্গাপুরের বিভিন্ন ক্লাব ও স্কুলকে ফুটবল প্রদান করা হল। পশ্চিমবঙ্গ সরকারের এটা প্রশংসনীয় উদ্যোগ। দুর্গাপুরের বুদবুদ থানাতেও পুলিশের উদ্যেগে এদিন বিভিন্ন স্কুল ও ক্লাবগুলিকে ফুটবল প্রদান করা হয়।