ছবি-সংগৃহীত

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গাপ্পি ও তেচোখা মাছকে ব্যাপকভাবে ব্যবহারের উদ্যোগ নিচ্ছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মাছ চাষ করে মশার লার্ভা নিধনে বিভিন্ন নর্দমা ও জলাশয়ে গাপ্পি ও তেচোখা মাছ ছাড়ার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।

প্রশাসন এবছর পরীক্ষামূলকভাবে নদী-নালা-পুকুরে প্রায় ৭ লাখ গাপ্পি মাছ ছাড়ে। দেখা গেছে এর ফলে মশার বংশবৃদ্ধি বেশ কিছুটা কমেছে। এর থেকেই প্রশাসন উৎসাহিত হয়ে মশা নিধনে গাপ্পি ও তেচোখা মাছ আরও বেশি করে জেলার বিভিন্ন জলাশয়ে ছাড়ার পরিকল্পনা নিয়েছে। গাপ্পি মাছ চাষের জন্য জেলার বিভিন্ন পরিত্যক্ত পুকুরকে চিহ্নিত করে সেই সব পুকুরে মাছ চাষের পরিকল্পনা নিয়েছে প্রশাসন। সেই সব মাছ বিভিন্ন নদী-নালা-জলাশয়ে ছেড়ে মশা নিধনে উদ্যোগ নেবে জেলা প্রশাসন।

Like Us On Facebook