শনিবার বর্ধমানের টাউনহলে পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির পঞ্চম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ, রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার সহ আলু বীজ ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কৃষিজ বিপনন মন্ত্রী তপন দাশগুপ্ত সাফ জানিয়ে দেন, আলুতে রং মেশনো বরদাস্ত করা হবে না। তিনি এদিন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন রাজ্যের মানুষ ভাল থাকুক ভাল খাবার খাক। এটাই মুখ্যমন্ত্রী সকলকে পরামর্শ দিচ্ছেন। তিনি বলেন, আলুতে রং মেশানো বন্ধ করা হয়েছে। রাজ্যের বেশির ভাগ ব্যবসায়ীও চান রং দেওয়া বন্ধ হোক। কিন্তু কিছু ব্যবসায়ী এখনও এটা করছেন। এটা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।
এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বলেন, বাংলায় বছরে ৪ লক্ষ টন আলুর বীজ লাগে। এতদিন পাঞ্জাবের উপর নির্ভর করে আসতে হয়েছে। সরকার থেকে ২০১২-র আগে স্থানীয়ভাবে কোনও প্রচেষ্টা হয়নি। তিনি বলেন, এখানেই যদি আলুবীজ তৈরি করা হয়, তাহলে বাইরের বীজ এখানে বেশি দরে বিক্রি করা যাবেনা। অন্য রাজ্যে সহজে সার্টিফায়েড বীজ পাওয়া যায়না। তিনি বলেন, আমাদের যত আলুবীজের প্রয়োজন এখানকার উৎপাদিত বীজ দিয়ে রাতারাতি তা মেটানো যাবে না। কিন্তু চেষ্টা করতে হবে। তিনি বলেন, ইতিমধ্যেই রাজ্য সরকার টিস্যু কালচার ল্যাব তৈরি করেছে। ৫ জেলায় আলুর বিভিন্ন রকম চাষের ওপর জোর দেওয়ার জন্য জমি চিহ্নিত করা হয়েছে। অন্য দেশের প্রতিনিধিদেরও তা দেখানো হবে।