বিজেপির বিরুদ্ধে দিল্লিতে জোটের সমর্থনে ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্য বৃদ্ধি, সাধারণ মানুষের সাথে কেন্দ্রের দ্বিচারিতার প্রতিবাদে কাঁকসায় বিক্ষোভ মিছিল করল কাঁকসা ত্রিলোকচন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার পানাগড়ের প্রয়াগপুর মোড় থেকে শুরু হয়ে প্রয়াগপুর, হাজরাবেড়া, মিরেপাড়া হয়ে হাসপাতাল মোড়ের কাছে শেষ হয় মিছিলটি। এদিন মিছিলে ওই এলাকার জয়ী পঞ্চায়েত সদস্যরা সহ ত্রিলোকচন্দ্রপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মিছিলে হাঁটেন। এদিন মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী যোগ দিলেও মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
Like Us On Facebook